চাকুরী হতে আয়ের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভূক্ত?

চাকুরী হতে আয়ের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভূক্ত?

একটি দেশের সার্বিক কর ব্যবস্থায় সংগৃহীত করের একটি বড় অংশের যোগান দিয়ে থাকেন চাকুরীজীবি জনগোষ্ঠীর করদাতাগণ। সেজন্য সকল দেশের করব্যবস্থায় চাকুরী থেকে আয়ের মধ্যে কোন কোন আয় করারোপের অন্তর্ভুক্ত হবে এবং কোন কোন আয় অন্তর্ভুক্ত হবে না সেটা নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থায় কর কর্তৃপক্ষ হিসেবে এনবিআর চাকুরীর আয়ের মধ্যে করারোপের অন্তর্ভুক্ত খাত গুলো চিহ্নিত করে দিয়েছে। 

চাকুরী হতে আয়ের মধ্যে কোন কোন বিষয় করারোপের অন্তর্ভূক্ত?

বাংলাদেশ আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২ অনুযায়ী চাকুরী হতে আয়ের মধ্যে কোন কোন বিষয় করারোপের অন্তর্ভুক্ত হবে এবং কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে না সেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক্‌ চাকুরী হতে আয়ের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভূক্ত;

(১) উপ-ধারা (২) এর বিধান অনুযায়ী, চাকরি থেকে আয় অর্থে নিম্নবর্ণিত আয়সমূহ অন্তর্ভুক্ত হবে, যথা:

  (ক) চাকরি হতে প্রাপ্ত বা প্রাপ্য যেকোনো প্রকার আর্থিক প্রাপ্তি, বেতন ও সুযোগ-সুবিধা;

  (খ) কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয়;

  (গ) কর অনারোপিত বকেয়া বেতন; বা

  (ঘ) অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা থেকে প্রাপ্ত যেকোনো অঙ্ক বা সুবিধা।

(২) নিম্নবর্ণিত প্রাপ্তিসমূহ চাকরি থেকে আয় এর অন্তর্ভুক্ত হবে না, যথা:

  (ক) শেয়ারহোল্ডার পরিচালক নয় এমন অন্য কোনো কর্মচারীর হার্ট, কিডনি, চক্ষু, লিভার ও ক্যানসার অপারেশন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ; বা

  (খ) সম্পূর্ণরূপে এবং কেবল চাকরির দায়িত্ব পরিপালনের জন্য প্রাপ্ত এবং ব্যয়কৃত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা।

 

ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্যপূরণে,

  (ক) “বেতন” অর্থ কর্মচারী কর্তৃক চাকরি থেকে প্রাপ্ত যেকোনো প্রকার অঙ্ক এবং নিম্নবর্ণিত বিষয় বেতনের অন্তর্ভুক্ত হবে, যথা:

    (অ) যেকোনো বেতন, মজুরি বা পারিশ্রমিক;

    (আ) যেকোনো ভাতা, ছুটি ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম;

    (ই) অগ্রিম বেতন;

    (ঈ) আনুতোষিক, অ্যানুইটি, পেনশন বা এগুলোর সম্পূরক;

    (উ) পারকুইজিট‌;

    (ঊ) বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি;

 

উপসংহার

একজন চাকুরীজীবি করদাতার ক্ষেত্রে তার চাকুরী হতে প্রাপ্ত কোন কোন আয় করারোপের অন্তর্ভুক্ত সেটা জেনে রাখা প্রয়োজন। দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে প্রত্যেক করদাতাকে যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট কর প্রদান করে রিটার্ন দাখিল করা প্রয়োজন। আয়কর সম্পর্কিত সকল তথ্যের জন্য বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Visitor Counter
Today's Hits 1508
Yesterday's Hits 16930
Total Hits 895065