বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের আয়ের বিপরীতে কর
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবীর বিভিন্ন দেশ ডিজিটাল মিডিয়া এবং ভবিষ্যৎমূখী তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই। বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের জন্য তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতের আয়ের উপর একটি নির্দিষ্ট সমেয়ের জন্য করমুক্ত সুবিধা প্রদান করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ আইন, ২০২৪ এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের আয়ের বিপরীতে করমুক্ত সুবিধা প্রদান করেছে।
তথ্যপ্রযুক্তির কোন কোন খাতের আয় করমুক্ত?
অর্থ আইন, ২০২৪ এর মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতের আয়কে ১, জুলাই ২০২৪ হইতে ৩০ জুন, ২০২৭ পর্যন্ত করমুক্ত সুবিধা প্রদান করা হয়েছে। তবে এসকল খাতের আয়কে করমুক্ত রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার শর্ত প্রযোজ্য। তথ্যপ্রযুক্তির নিম্নোক্ত খাতের আয়সমূহকে করমুক্ত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর;
(ক) এআই বেজড্ সলিউশন ডেভেলপমেন্ট
(খ) ব্লকচেইন বেজড্ সলিউশন ডেভেলপমেন্ট
(গ) রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং
(ঘ) সফটওয়্যার অ্যাজ সার্ভিস
(ঙ) সাইবার সিকিউরিটি সার্ভিস
(চ) ডিজিটাল ডেটা এনালাইটিক্স ও ডেটা সায়েন্স
(ছ) মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস
(জ) সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন
(ঝ) সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস
(ঞ) ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস
(ট) আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস
(ঠ) জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস
(ড) ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট
(ঢ) ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন
(ণ) ডিজিটাল ডাটা এন্ট্রি ও প্রসেসিং
(ত) ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাব্লিকেশন
(থ) আইটি ফ্রিল্যান্সিং
(দ) কল সেন্টার সার্ভিস
(ধ) ডকুমেন্ট কনভার্শন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং
তবে এক্ষেত্রে শর্ত থাকে যে, ০১, জুলাই ২০২৪ তারিখ হতে উক্ত ব্যবসায়ের সকল আয়, ব্যয় ও বিনিয়োগ শতভাগ ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
উপসংহার
তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ প্রণোদনার অংশ হিসেবেই বাংলাদেশ সরকার বিশেষ খাতে ব্যাংকের মাধ্যমে শতভাগ লেনদেনের শর্তে করমুক্ত সুবিধা প্রদান করেছে। সকল করদাতাই তাদের তথ্যপ্রযুক্তির নির্দিষ্ট খাতের আয়ের বিপরীতে নির্দিষ্ট শর্ত পরিপালনে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। তথ্যপ্রযুক্তি খাতের কর সম্পর্কিত সকল তথ্যের জন্য বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন।
Comments (0)