বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়?
দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদেরকে বিনিয়োগে প্রণোদনা প্রদানের ক্ষেত্রে সরকারি আর্থিক নীতি অনুসারে এনবিআর শর্তসাপেক্ষে বিনিয়োগের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ কর রেয়াত প্রদান করে থাকে। আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিলের ২ নং অনুচ্ছেদ অনুযায়ী বিনিয়োগের বিপরীতে কর রেয়াত প্রাপ্তির শর্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। বিনিয়োগকারীরা এই শর্তানুসারে বিনিয়োগ করলে তারা নির্দিষ্ট পরিমাণে কর রেয়াত সুবিধা অর্জন করতে পারবেন।
কর রেয়াত সুবিধা কি?
করদাতার করদায় কমানোর অন্যতম উপায় হচ্ছে কর রেয়াত। কোনো করদাতা যদি কর রেয়াত সুবিধার মাধ্যমে করদায় কমাতে চান তাহলে তাকে আয়কর আইনে উল্লিখিত খাতে বিনিয়োগ বা দান করে এই সুবিধা অর্জন করতে হবে। অন্যথায় করদাতা কর রেয়াত সুবিধার আওতার বাইরে থাকবেন।
কর রেয়াত প্রাপ্তির খাতসমূহ কি কি?
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিলের ২ নং অনুচ্ছেদ অনুযায়ী বিনিয়োগের বিপরীতে কর রেয়াত প্রাপ্তির শর্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী নিম্নবর্ণিত বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত প্রযোজ্য হবে;
১। করদাতা কর্তৃক নিজের জন্য অথবা তার স্বামী, স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য জীবন বীমা বা চুক্তিভিত্তিক "Deferred Annuity" পরিচালনা করার জন্য পরিশোধকৃত অর্থ কর রেয়াতের অন্তর্ভুক্ত। তবে বীমার ক্ষেত্রে পরিশোধিত অর্থের পরিমাণ বোনাস বা অন্যান্য সুবিধা ব্যতীত বিমার প্রকৃত অর্থের পরিমাণের ১০ শতাংশের বেশি হবে না।
২। কোনো করদাতা হিন্দু অবিভক্ত পরিবারের যেকোনো পুরুষ সদস্য অথবা পুরুষ সদস্যের স্ত্রীর জীবন বীমার উদ্দেশ্যে অর্থ পরিশোধ করলে তা কর রেয়াতের অন্তর্ভুক্ত হবে। তবে এক্ষেত্রে জীবন বিমা পলিসির প্রিমিয়াম অথবা, চুক্তিভিত্তিক "deferred annuity" এর জন্য পরিশোধিত অর্থ বাংলাদেশে পরিশোধ না করা হলে আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিলের ১ নং অথবা ২নং অনুচ্ছেদের অধীনে কোনো অব্যাহতি অনুমোদনযোগ্য হবে না।
৩। কোনো ব্যক্তিবিশেষের প্রতি সরকার বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যেকোনো পরিমাণের অর্থ থেকে চাকরির শর্তাবলি অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি হিসেবে অথবা তার স্ত্রী বা সন্তানদের নিরাপত্তা বিধানের জন্য কর্তনকৃত অর্থ কর রেয়াতযোগ্য। তবে এক্ষেত্রে উক্ত ব্যক্তির প্রাপ্য বেতনের এক-পঞ্চমাংশের অধিক কর রেয়াতযোগ্য না হওয়ার শর্ত প্রযোজ্য হবে।
৪। Provident Fund Act, 1925 (Act No. 19 of 1925) এর বিধানাবলি প্রযোজ্য এমন যেকোনো তহবিলে করদাতার চাঁদা হিসেবে প্রদেয় অর্থ কর রেয়াতযোগ্য।
৫। আয়কর আইন ২০২৩ এর দ্বিতীয় তফসিলের অংশ-৩ এ বর্ণিত সীমা সাপেক্ষে, কোনো ভবিষ্য তহবিলে করদাতা অংশগ্রহণ থাকলে সেই তহবিলে করদাতা বা তার নিয়োগকারীর মাধ্যমে পরিশোধিত অর্থ যেটা চাঁদা হিসাবে প্রদত্ত হয়েছে সেটা কর রেয়াতযোগ্য।
(৬) অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতা অংশগ্রহণ করলে, উক্ত তহবিলে করদাতা কর্তৃক বার্ষিক সাধারণ চাঁদা হিসাবে পরিশোধকৃত অর্থ কর রেয়াতযোগ্য।
(৭) কোনো আয়বর্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগকৃত কোনো অর্থ কর রেয়াতযোগ্য;
(ক) অনধিক ৫ লক্ষ টাকার কোনো সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ;
(খ) কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড, ইটিএফ বা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেটে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা বিনিয়োগ কর রেয়াতযোগ্য।
(গ) কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সরকৃত ডিপোজিট পেনশন স্কিমে বা মাসিক সঞ্চয় স্কিমে করদাতার জমাকৃত অনধিক ১ (এক) লক্ষ ২০ (বিশ) হাজার টাকা কর রেয়াতযোগ্য।
(ঘ) সার্বজনীন পেনশন স্কিমে প্রদেয় যে কোন পরিমান চাঁদা। (২০২৪ সালের অর্থ আইনে বাতিলকৃত)
৮। করদাতা কর্তৃক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের অধীন পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ কর রেয়াতযোগ্য।
৯। করদাতা কর্তৃক কোনো দাতব্য হাসপাতালে প্রদত্ত দান কর রেয়াতযোগ্য। তবে, সেটাকে অবশ্যই এরূপ অর্থ পরিশোধের ১ (এক) বৎসর পূর্বে সিটি কর্পোরেশন এলাকা বহির্ভূত এলাকায় স্থাপিত এবং বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত হাসপাতাল হতে হবে।
১০। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনকে করদাতা কর্তৃক দান হিসাবে পরিশোধকৃত কোনো অর্থ কর রেয়াতযোগ্য। তবে এক্ষেত্রে এরূপ সংগঠন উক্ত দানের এক বৎসর পূর্বে প্রতিষ্ঠিত এবং এতদুদ্দেশ্যে সমাজকল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত হওয়ার শর্ত প্রযোজ্য।
১১। করদাতা কর্তৃক যাকাত হিসাবে যাকাত তহবিলে অথবা চাঁদা বা দান হিসেবে যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩ (২০২৩ সনের ৫ নং আইন) দ্বারা বা এর অধীন প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলে পরিশোধিত যেকোনো পরিমাণ অর্থ কর রেয়াতযোগ্য।
১২। করদাতার স্ত্রী, সন্তান বা নির্ভরশীল অন্য কারো সুবিধা প্রতিবিধানার্থে কল্যাণ তহবিলে প্রদানকৃত অর্থ অথবা যৌথ বীমা স্কিমের অধীন কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ কর রেয়াতযোগ্য। তবে সেক্ষত্রে এরূপ তহবিল বা স্কিম অবশ্যই বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত হতে হবে।
১৩। সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদানকৃত অর্থ কর রেয়াতযোগ্য।
১৪। স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান হিসেবে করদাতা কর্তৃক প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ কর রেয়াতযোগ্য।
১৫। জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে করদাতা কর্তৃক প্রদাঙ্কৃত যেকোনো পরিমাণের অর্থ কর রেয়াতযোগ্য।
আয়কর আইন ২০২৩ অনুসারে উপরোক্ত খাতসমূহে করদাতা যদি বিনিয়োগ অথবা দান করে থাকেন তবে তিনি কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারবেন।
উপসংহার
সরকার দেশের অভ্যন্তরে করদাতাদের বিনিয়োগে এবং দানে উৎসাহিত করতেই শুধুমাত্র নির্দিষ্ট খাত ও শর্তানুসারে কর রেয়াত সুবিধা প্রদান করে থাকে। কর রেয়াত ব্যক্তির করদায়কে হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কর বিশেষজ্ঞ বা পরামর্শকগণ এ কারণেই করদাতাদেরকে কর রেয়াত সুবিধা গ্রহণের জন্য উৎসাহিত করে থাকেন।
Comments (0)