পরিবেশ সারচার্জ কি? এর সম্পর্কে যা জানা প্রয়োজন

পরিবেশ সারচার্জ কি? এর সম্পর্কে যা জানা প্রয়োজন

পরিবেশের সুষ্ঠু সংরক্ষণের জন্য এবং পরিবেশের ক্ষতির বিপরীতে পৃথিবীর বিভিন্ন দেশে ইকোট্যাক্সের প্রচলন রয়েছে। আমাদের বাংলাদেশেও সরকার কর্তৃক ‘পরিবেশ সারচার্জ’ শিরোনামে একপ্রকারের ইকোট্যাক্স সংযোজন করা হয়েছে। একাধিক ব্যক্তিগত যানবাহনের মালিকানাকে নিরুৎসাহিত করতে এবং মোটরযানের পরিবেশগত ঝুঁকির বিপরীতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিবেশ সারচার্জ আরোপ করার প্রস্তাব করা হয়। যা পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটেও সন্নিবেশ করা হয়।  

পরিবেশ সারচার্জ কি? 

ব্যক্তিমালিকানাধীন একাধিক মোটর গাড়ি বা মোটরচালিত যানবাহন থাকলে একের অধিক প্রতিটি গাড়ীর জন্য জন্য যানবাহন করের পাশাপাশি পরিবেশ সারচার্জ বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয়। বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা এবং মোটরসাইকেল ব্যতীত অন্য সকল স্বাভাবিক ব্যক্তির একাধিক ব্যক্তিগত মোটরচালিত যানবাহনের ক্ষেত্রে পরিবেশ সারচার্জ প্রযোজ্য।

পরিবেশ সারচার্জ সম্পর্কিত আইনসমূহ কি কি? 

বাংলাদেশে বিদ্যমান অর্থ আইন, ২০২৪ এ তফশিল-২ এর তৃতীয় অংশে পরিবেশ সারচার্জ সম্পর্কিত শর্তাবলী এবং হার সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়েছে। এ আইন অনুযায়ী যেকোনো স্বাভাবিক ব্যক্তি তার একাধিক গাড়ির বিপরীতে পরিবেশ সারচার্জ প্রদানের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

পরিবেশ সারচার্জ পরিশোধের শর্তাবলী কি কি? 

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত ‘আয়কর পরিপত্র ২০২৪-২৫’এ পরিবেশ সারচার্জ পরিশোধের জন্য ৭টি শর্তারোপ করা হয়েছে।  পরিবেশ সারচার্জের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে; 

শর্ত-১। একাধিক ব্যক্তিমালিকানাধীন গাড়ির ক্ষেত্রে যে গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ আরোপিত হবে সেটি ব্যতীত অন্য সকল গাড়ীর বিপরীতে প্রযোজ্য পরিবেশ সারচার্জ পরিশোধ বাধ্যতামূলক। 

শর্ত- ২। গাড়ির নিবন্ধনকারী অথবা ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষ গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে উৎসে পরিবেশ সারচার্জ সংগ্রহ করবে। 

শর্ত-৩।  যদি একাধিক বছরের জন্য গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হয় সেক্ষেত্রে যে অর্থবছরে গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হয়েছে তার পরবর্তী অর্থবছরগুলোর ৩০ জুন তারিখের মধ্যে প্রযোজ্য হারে পরিবেশ সারচার্জ পরিশোধ করা বাধ্যতামূলক। 

শর্ত-৪। কোনো করদাতা পূর্বে উল্লেখিত শর্ত-৩ অনুযায়ী পরিবেশ সারচার্জ পরিশোধে ব্যর্থ হলে সেক্ষেত্রে নিবন্ধন অথবা ফিটনেস নবায়নকালে ক+খ নিয়ম অনুযায়ী পরিবেশ সারচার্জ নির্ধারিত হবে (এখানে, ‘ক’ হচ্ছে বিগত অর্থবছরগুলোতে অপরিশোধিত পরিবেশ সারচার্জের পরিমাণ এবং ‘খ’ হচ্ছে বর্তমান অর্থবছরের জন্য নির্ধারিত পরিবেশ সারচার্জের পরিমাণ)। 

শর্ত-৫। একাধিক বছরের জন্য গাড়ির ফিটনেস অথবা নিবন্ধন নবায়নের ক্ষেত্রে প্রতিবছর আয়কর রিটার্ন দাখিলের পূর্বে প্রযোজ্য পরিবেশ সারচার্জ পরিশোধ না করা হলে উপ-কর কমিশনার আয়কর রিটার্ন প্রসেস বা কর নির্ধারণকালে সেটা আদায় করবেন। 

শর্ত-৬। পরিবেশ সারচার্জ প্রত্যার্পনযোগ্য বা অন্য কোনও প্রকারের কর বা সারচার্জের সাথে সমন্বয়যোগ্য হবে না। 

শর্ত-৭। ‘মোটর গাড়ি’ বলতে পরিবেশ সারচার্জের ক্ষেত্রে বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান অন্তর্ভুক্ত হবে। 



পরিবেশ সারচার্জ কিভাবে পরিমাপ করা হয়? 

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত ‘আয়কর পরিপত্র ২০২৪-২৫’এ কোন ব্যক্তির মালিকানাধীন একাধিক গাড়ির উপর পরিবেশ সারচার্জের হার নির্ধারণ করে দেয়া হয়েছে। পরিপত্র অনুযায়ী নিম্নোক্ত সারণীতে উল্লেখিত হারে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে; 

ক্রমিক নং 

মোটর গাড়ির বর্ণনা 

পরিবেশ সারচার্জের হার (টাকায়)

১।

১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য

২৫,০০০

২।

১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের অধিক কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য 

৫০,০০০

৩। 

২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য 

৭৫,০০০

৪। 

২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য 

১,৫০,০০০

৫।

৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য 

২,০০,০০০

৬। 

৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক এমন প্রতিটি মোটরগাড়ির জন্য 

৩,৫০,০০০

 

পরিবেশ সারচার্জ সম্পর্কিত প্রশ্ন ও জিজ্ঞাসা

প্রশ্ন-১ঃ জনাব রেহমান সোহান একজন স্বাভাবিক ব্যক্তি। তাঁর ১৫০০ সিসির একটি সেডান কার এবং ১৭৫ কিলোওয়াটের একটি টেসলা কার রয়েছে। দুটো গাড়ির জন্য-ই কি পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে? গাড়ির ফিটনেস নবায়নকালে নবায়নকারী কর্তৃপক্ষের নিকট পরিবেশ সারচার্জ বাবদ কত টাকা এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে?

উত্তরঃ কোনো করদাতার একাধিক গাড়ি থাকলে একের অধিক যতটি গাড়ি থাকবে ততটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ প্রদেয় হবে। মিজ অরণ্য অহমের দুটো গাড়ি রয়েছে। তাঁকে কেবল একটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। একাধিক গাড়ির ক্ষেত্রে যে গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ আরোপিত হতে পারে উক্ত গাড়ি ব্যতীত অন্যান্য গাড়ির জন্য প্রযোজ্য হারে পরিবেশ সারচার্জ প্রদেয় হবে।

এখানে দেখা যাচ্ছে, ১৫০০ সিসির একটি সেডান গাড়ির জন পরিবেশ সারচার্জের পরিমাণ হচ্ছে ২৫,০০০ টাকা এবং ১৭৫ কিলোওয়াটের গাড়ির জন্য পরিবেশ সারচার্জের পরিমাণ ২,০০,০০০ টাকা। এ দুটি গাড়ির মধ্যে ১৭৫ কিলোওয়াটের গাড়ির জন্য পরিবেশ। সারচার্জের পরিমাণ ২,০০,০০০ টাকা অধিক হওয়ায় করদাতা কর্তৃক পরিবেশ সারচার্জ হিসেবে ২,০০,০০০ টাকা প্রদেয় হবে। এ-চালানের মাধ্যমে উক্ত সারচার্জের অর্থ সরকারি কোষাগারে জমা করে এ- চালানের কপি গাড়ির ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।

প্রশ্ন-২ঃ পরিবেশ সারচার্জের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রযোজ্য হবে কিনা?

উত্তরঃ না, পরিবেশ সারচার্জের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রযোজ্য হয় না। 

প্রশ্ন-৩ঃ পরিবেশ সারচার্জের ক্ষেত্রে টিআইএন (Taxpayer's Identification Number) বা পিএসআর (PSR or Proof of Submission of Return) এর প্রযোজ্যতা রয়েছে কিনা?

উত্তরঃ না, পরিবেশ সারচার্জের ক্ষেত্রে টিআইএন (Taxpayer's Identification Number) বা পিএসআর (PSR or Proof of Submission of Return) এর প্রযোজ্যতা নেই। 

প্রশ্ন-৪ঃ পরিবেশ সারচার্জ সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত সারচার্জ সংগ্রহে ব্যর্থ হলে কোনো প্রকারের দায় সৃষ্টি হবে কিনা?

উত্তরঃ হ্যা, পরিবেশ সারচার্জ সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত সারচার্জ সংগ্রহে ব্যর্থ হলে স্বাভাবিক ব্যক্তি বা ব্যক্তিগণের ব্যক্তিগতভাবে দায় সৃষ্টি হবে। 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation