Our Registered User : 2915
Most Demanded Items
Tax Rate & Surcharge
স্বাভাবিক ব্যক্তি করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের করহার
ক্র নং | আয়ের পরিমাণ | করহার |
(ক) |
পুরুষ এবং ৬৫ বছরের নীচে করদাতার প্রথম ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর মহিলা এবং ৬৫ বছরের উর্ধ্বে করদাতার প্রথম ৪,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী করদাতার প্রথম ৪,৭৫,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার প্রথম ৫,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০/- টাকা অধিক হইবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন |
শূন্য |
(খ) | পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | ৫% |
(গ) | পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | ১০% |
(ঘ) | পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | ১৫% |
(ঙ) | পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | ২০% |
(চ) | পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | ২৫% |
(ছ) | অবশিষ্ট মোট আয়ের উপর | ৩০% |
উল্লেখিত করহার করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।