Our Trusted User : 1934
জনপ্রিয় ফিচারসমূহ
সেবার বিপরীতে কর কর্তন
আয়কর আইনের ধারা ৯০ এর অধীন কোনো সেবার জন্য কোনো নির্দিস্ট ব্যক্তি কর্তৃক কোনো নিবাসীকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হইলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থ পরিশোধের সময়, নিম্নবর্ণিত সারণী মোতাবেক উৎসে কর কর্তন করিবেন:-
ক্রমিক নং |
সেবার বিবরণ এবং পরিশোধের পরিমাণ |
হার |
১ |
উপদেষ্টা বা পরামর্শ |
১০% |
২ |
পেশাদার সেবা (Professional Service), কারিগরি সেবা ফি (Technical services fee), বা কারিগরি সহায়তা ফি (technical know-how or technical assistance fee) |
১০% |
৩ |
(ক) ক্যাটারিং; (খ) ক্লিনিং; (গ) সংগ্রহ এবং পুনরুদ্ধার এজেন্সি; (ঘ) ব্যক্তিগত নিরাপত্তা; (ঙ) জনবল সরবরাহ; (চ) ক্রিয়েটিভ মিডিয়া; (ছ) জনসংযোগ; (জ) ইভেন্ট পরিচালনা; (ঝ) প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদি পরিচালনা; (ঞ) কুরিয়ার সার্ভিস; (ট) প্যাকিং এবং শিফটিং; (ঠ) একই প্রকৃতির অন্যান্য সেবা (১) কমিশন বা ফি এর উপরে (২) মোট বিল এর উপরে |
১০% ২% |
৪ |
মিডিয়া ক্রয়ের এজেন্সি সেবা (১) কমিশন বা ফি এর উপরে (২) মোট বিল এর উপরে |
১০% ০.৬৫% |
৫ |
ইন্ডেন্টিং কমিশন |
৮% |
৬ |
মিটিং ফি, ট্রেনিং ফি বা সম্মানী |
১০% |
৭ |
মোবাইল নেটওয়ার্ক অপারেটর, কারিগরি সহায়তা সেবা প্রদানকারী |
১২% |
৮ |
ক্রেডিট রেটিং এজেন্সী |
১০% |
৯ |
মোটর গ্যারেজ বা ওয়ার্কশপ |
৮% |
১০ |
ব্যক্তিগত কন্টেইনার পোর্ট বা ডকইয়ার্ড |
৮% |
১১ |
শিপিং এজেন্সি কমিশন |
৮% |
১২ |
স্টিভডোরিং/বার্থ অপারেশন কমিশন/টার্মিনাল অপারেটর/শিপ হ্যান্ডলিং অপারেটর (১) কমিশন বা ফি এর উপরে (২) মোট বিল এর উপরে |
১০% ৫% |
১৩ |
(১) পরিবহনসেবা, গাড়ি ভাড়া, ক্যারিয়িং সেবা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা (২) রাইড শেয়ারি সেবা, ওয়ার্কিং স্পেস সরবরাহ সেবা, আবাসন সরবরাহ সেবাসহ যেকোনো প্রকার শেয়ারিং ইকনোমিক প্লাটফর্ম |
৫% |
১৪ |
বিদ্যুৎ সঞ্চালনায় নিয়োজিত হুইলিং চার্জ |
৩% |
১৫ |
ইন্টারনেট সেবা |
১০% |
১৬ |
মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্ট, ডিস্ট্রিবিউর, এজেন্সী বা চ্যানেল পার্টনার, যে নামেই অভিহিত হউক না কেন |
১০% |
১৭ |
ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সির কমিশনের উপর |
১০% |
১৮ |
ফ্রেইট ফরওয়ার্ড বাবদ পরিশোধিত কমিশনসহ বা কমিশন ব্যাতিরেকে গ্রস বিলের উপর |
২.৫% |
১৯ |
ক্রমিক নং ১ হইতে ১৮ বর্ণিত হয় নাই এইরূপ অন্য কোনো সেবা যাহা আইনের অন্য কোনো ধারার অধীন কর কর্তন যোগ্য নহে |
১০% |
তবে শর্ত থাকে যে,
(ক) সারণীর ক্রমিক নং ১ হইতে ১৮ এর বর্ণিত ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সেবা যদি কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত হয় উহার উপর এই বিধির অধীন কর কর্তন প্রযোজ্য হইবে না;
(খ) যদি সারণীর ক্রমিক নং ৩, ৪ ও ১২ এ বর্ণিত উভয় ক্ষেত্রেই কমিশন বা ফি এবং মোট বিল প্রদর্শিত হয়, সেইক্ষেত্রে 'ক; ও 'খ' এর মধ্যে যাহা অধিক তাহা কর হিসাবে পরিশোধ করিতে হইবে, যখন:
'ক' অর্থ কমিশন বা ফি এর উপর সারণীতে প্রদত্ত সংশ্লিষ্ট হার প্রয়োগ করিয়া পরিগণিত কর; এবং
'খ' অর্থ ঙ ⤫ চ ⤫ ছ, যেখানে-
ঙ= গ্রস বিলের পরিমাণ
চ= ক্রম ৩ এর ১০%, ক্রম ৪ এর ২.৫% এবং ক্রম ১২ এর ৫%
ছ= কমিশন বা ফি এর ক্ষেত্রে প্রযোজ্য করের হার।
(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই বিধির অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে, ক্ষেত্রমত, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ যাহা হইতে এই বিধির অধীন কর কর্তন করিতে হইবে উহা কোনো কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তনযোগ্য।