আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা কত হতে পারে?
আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন ১ (এক) হাজার টাকা।
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো করদাতা রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে তার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন ১ (এক) হাজার টাকা এবং ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়। এক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তসমূহ প্রযোজ্য হবে;
(ক) পূর্বে কখনোই কর নির্ধারণ করা হয় নি এমন করদাতার জন্য ৫ (পাঁচ) হাজার টাকা।
(খ) পূর্বে কর নির্ধারণ করা হয়েছে এমন করদাতার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করের ৫০% (পঞ্চাশ শতাংশ) অথবা ১ (এক) হাজার টাকার মধ্যে যেটা অধিক হবে সেটাকে জরিমানা হিসেবে ধার্য্য করা হয়।
আয়কর রিটার্ন জমাদানের জরিমানা সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে আয়কর আইন ২০২৩ এর ২৬৬ ধারা পড়ুন।
Comments (0)