আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা কত হতে পারে?

আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা কত হতে পারে?

আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন ১ (এক) হাজার টাকা। 

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো করদাতা রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে তার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন ১ (এক) হাজার টাকা এবং ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়। এক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তসমূহ প্রযোজ্য হবে; 

(ক) পূর্বে কখনোই কর নির্ধারণ করা হয় নি এমন করদাতার জন্য ৫ (পাঁচ) হাজার টাকা। 

(খ) পূর্বে কর নির্ধারণ করা হয়েছে এমন করদাতার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করের ৫০% (পঞ্চাশ শতাংশ) অথবা ১ (এক) হাজার টাকার মধ্যে যেটা অধিক হবে সেটাকে জরিমানা হিসেবে ধার্য্য করা হয়। 

আয়কর রিটার্ন জমাদানের জরিমানা সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে আয়কর আইন ২০২৩ এর ২৬৬ ধারা পড়ুন।

 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation