কোন কোন ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়?

কোন কোন ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়?

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আয়কর আইন ২০২৩-এর ধারা ১৬৬ এর মাধ্যমে করদাতাদের রিটার্ন দাখিলের জন্য বাধ্যবাধকতা আরোপ করেছে। আয়কর আইনের এই ধারা অনুযায়ী কারা নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন দাখিলে বাধ্য এবং কারা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার আওতার বাইরে সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। রিটার্ন দাখিলে বাধ্য এমন করদাতাদের ক্ষেত্রে রিটার্ন না দাখিল করলে জরিমানার বিধান রয়েছে; যা রিটার্ন দাখিলে বাধ্য নয় এমন করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 

কাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়? 

আয়কর আইন ২০২৩-এর ধারা ১৬৬-এর ২ নং অনুচ্ছেদের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর রিটার্ন দাখিলে বাধ্যতামূলক নয় এমন সকল ক্ষেত্রকে নির্দিষ্ট করে দিয়েছে। আয়কর আইন ২০২৩ অনুযায়ী নিম্নোক্ত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে না; 

১। যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান-

ক. বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিওভুক্ত) শিক্ষা প্রতিষ্ঠান;

খ.  যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি ভার্সন কারিকুলাম নেই;

২। সরকারি বিশ্ববিদ্যালয়;

৩। বাংলাদেশ ব্যাংক;

৪।  স্থানীয় কর্তৃপক্ষ;

৫। সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা স্বায়ত্বশাসিত সংস্থা, যেগুলোর সরকারী তহবিল ও সুদ আয় ব্যতীত অন্য কোনো আয় নেই;

৬। আপাতত বলবৎ কোনো আইনের মাধ্যমে বা আইনের অধীনে প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্তা যার সরকারী তহবিল ছাড়া অন্য কোনো আয় নেই;

৭। সরকারি ভবিষ্য তহবিল এবং সরকারি পেনশন তহবিল;

৮। কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তি (fixed base) নাই; বা

৯। বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রিটার্ন দাখিল করা থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ।

রিটার্ন দাখিল না করলে কী হতে পারে?

দেশের প্রত্যেক করদাতার করযোগ্য আয়ের বিপরীতে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। আয়কর আইন ২০২৩-এর ধারা ১৬৬’র মাধ্যমে করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার আওতা নির্ধারণ করা হয়েছে। কোনো করদাতার আয় যদি রিটার্ন দাখিলের আওতায় পড়ে এবং তিনি রিটার্ন দাখিল না করেন, তবে তাকে আয়কর আইন-২০২৩-এর ধারা ২৬৬ অনুযায়ী জরিমানা বা শাস্তির সম্মুখীন হতে হবে। 

উপসংহার 

রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা সম্পর্কে জানতে প্রত্যেক করদাতাকে অবশ্যই আয়কর আইনের ধারা ১৬৬ সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। এর মাধ্যমে করদাতাগণ তারা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার আওতায় পড়েন কি না সে সম্পর্কে জানার পাশাপাশি কারা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার আওতায় পড়েন বা পড়েন না সে সম্পর্কেও জানতে পারবেন। আয়কর সংক্রান্ত সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে বিডিট্যাক্সেশনের সাথে থাকুন। 

 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Install App
Visitor Counter
Today's Hits 1452
Yesterday's Hits 10377
Total Hits 3350081