আয়বর্ষ কি?  

আয়বর্ষ কি?  

বাংলাদেশে বিদ্যমান আয়কর আইন-২০২৩, অনুসারে, 'আয়বর্ষ' একটি বিশেষ সংজ্ঞায়িত শব্দ, যা করদাতাদের আয়ের হিসাব ও কর পরিশোধের জন্য নির্ধারিত একটি সময়সীমা নির্দেশ করে। রাষ্ট্রের রাজস্ব আহরণ প্রক্রিয়া থেকে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সহজ করার জন্য একটি নির্দিষ্ট আয়বর্ষে করারোপ এবং সংগ্রহের বিকল্প নেই। নির্দিষ্ট করবর্ষে কর আদায়, রাষ্ট্রের সামষ্টিক কর ব্যবস্থার স্বচ্ছতা, কার্যকরিতা এবং আইনগত সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়বর্ষ বলতে কি বোঝায়? 

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বাংলাদেশের সামগ্রিক কর ব্যবস্থায় করদাতার আয়বর্ষসহ আয় সম্পর্কিত সকল কিছু বিদ্যমান আইন অনুযায়ী নিয়ন্ত্রণ করে থাকে। ২০২৩ সালের আয়কর আইনে এর ধারা ২ এর উপধারা ১৫ অনুযায়ী বাংলাদেশে্র করব্যবস্থায় আয়বর্ষকে নিম্নোক্তভাবে বর্ণণা করা হয়েছে;

 “আয়বর্ষ” অর্থ করবর্ষের অব্যবহিত পূর্ববর্তী অর্থবৎসর এবং ইহার অন্তর্ভূক্ত হইবে-

(ক) কোন ব্যবসায় শুরুর প্রথম তারিখ থেকে পরবর্তী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়;

(খ) যে তারিখ থেকে নূতনভাবে কোনো আয়ের উদ্ভব ঘটতে শুরু হয়েছে সেই তারিখ থেকে শুরু করে পরবর্তী ৩০ জুন তারিখ পর্যন্ত সময়;

(গ) জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু করে কোনো ব্যবসায় সমাপ্তির তারিখ বা ক্ষেত্রমত, অনিগমিত কোনো সংস্থার বিলুপ্তি বা কোন কোম্পানির অবসায়নের তারিখ পর্যন্ত সময়;

(ঘ) জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু করে অনিগমিত কোন সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ পর্যন্ত সময়;

(ঙ) অনিগমিত কোন সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী তারিখ থেকে উক্ত অনিগমিত সংস্থার অপর কোনো অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ  বা, ক্ষেত্রমত, উক্ত অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহিত পরবর্তী জুন মাসের ৩০ তারিখ।

(চ) কোন ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা তার কোনো সহযোগী সংগঠনের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বৎসরের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী ১২ (বারো) মাস;

তবে শর্ত থাকে যে, বাংলাদেশের বাইরে নিগমিত কোনো মূল কোম্পানির সহযোগী কোম্পানি, সহযোগী কোম্পানির সহযোগী কোম্পানিসহ, বা তার কোন হোল্ডিং কোম্পানি বা উহার কোন ব্রাঞ্চ, রিপ্রেজেন্টেটিভ বা লিয়াজোঁ অফিসের ক্ষেত্রে, যদি কোম্পানি উহার হিসাব মূল কোম্পানির হিসাবের সাথে সমন্বয় করার জন্য ভিন্ন কোন আয়বর্ষ অনুসরণ করার ইচ্ছা ব্যক্ত করলে, উপ-কর কমিশনারের অনুমোদনক্রমে, পৃথক কোনো ১২ (বারো) মাসকে আয়বর্ষ হিসাবে গণণা করতে পারবে। 

উপসংহার

আয়কর আইনের মাধ্যমে আয়বর্ষের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নির্দিষ্ট কিছু শর্তারোপ করে দিয়েছে। যা ব্যক্তি করদাতা এবং কোম্পানি করদাতার জন্য করব্যবস্থাকে সহজ করেছে। আয়বর্ষ সংক্রান্ত সকল তথ্য খুব সহজেই খুঁজে পাবেন বিডিট্যাক্সেশনে। আয়কর সংক্রান্ত সকল তথ্যের জন্য বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। 




Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Visitor Counter
Today's Hits 3231
Yesterday's Hits 8339
Total Hits 1466830