২০২৫-২০২৬ করবর্ষে করদাতাদের জন্য উল্লেখযোগ্য ৫টি সুবিধা

২০২৫-২০২৬ করবর্ষে করদাতাদের জন্য উল্লেখযোগ্য ৫টি সুবিধা

সরকার ২০২৫-২০২৬ করবর্ষে অর্থ অধ্যাদেশের মাধ্যমে করদাতাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জনবান্ধব সুবিধা প্রদান করেছে। অর্থ অধ্যাদেশের মাধ্যমে প্রবর্তিত এই সুবিধাগুলো করদাতাদের করদায় কমানোর পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগে উৎসাহ প্রদান করবে। বিডিট্যাক্সেশনের এই ব্লগে আমরা এই করবর্ষে করদাতাদের জন্য ঘোষিত পাঁচটি উল্লেখযোগ্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

২০২৫-২০২৬ করবর্ষে করদাতাদের জন্য উল্লেখযোগ্য ৫টি সুবিধা কি কি?

বর্তমান করবর্ষে যেসকল করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করবেন তাদেরকে সরকার অর্থ অধ্যাদেশের মাধ্যমে ৫টি উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছে। সুবিধাগুলো নিম্নরুপঃ

১। আপন ভাই-বোনের নিকট হতে গৃহীত দান করমুক্ত  

আপন ভাই বা বোনের থেকে প্রাপ্ত যেকোনো দান সম্পূর্ণরূপে করমুক্ত হিসেবে গণ্য হবে। 

২। কৃষিখাতে করমুক্ত আয়সীমা বৃদ্ধি

কৃষিখাত থেকে বছরে ৫ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। 

৩। বেসরকারি চাকরিজীবীদের জন্য করমুক্ত সীমা বৃদ্ধি

বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনার সময় বিভিন্ন ভাতার বিপরীতে করমুক্ত সীমা ৪.৫ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

৪। পেনশন স্কীম হতে প্রাপ্ত আয় করমুক্ত

সার্বজনীন পেনশন স্কিম (Universal Pension Scheme) থেকে পাওয়া যেকোনো অর্থ বা সুবিধা এখন সম্পূর্ণ করমুক্ত। 

৫। চাকরিজীবীদের  গুরুতর রোগের চিকিৎসায় প্রাপ্ত অর্থে করছাড় 

ক্যানসার, কিডনি, হার্টের চিকিৎসা, মস্তিষ্কের অস্ত্রোপচারসহ নির্দিষ্ট গুরুতর রোগের চিকিৎসা বাবদ চাকরিজীবীদের প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে।

উপসংহার 

কৃষিখাত থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই সরকার কর্তৃক অর্থ অধ্যাদেশের মাধ্যমে প্রদত্ত এই সুবিধাগুলো আর্থিক সুরক্ষা ও করদায় কমাতে সাহায্য করবে। এই পদক্ষেপগুলো সরকারের জনবান্ধব নীতির প্রতিফলন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকার জন্য সহায়ক। অর্থ অধ্যাদেশ ও আয়কর সম্পর্কিত সকল তথ্য সবার আগে জানতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। বিডিট্যাক্সেশন, ট্যাক্স এখন, যখন তখন সহজ! 

 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Install App
Visitor Counter
Today's Hits 1502
Yesterday's Hits 9236
Total Hits 4442278