আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পেশায় ক্যারিয়ার গঠন; সম্ভাবনা ও গুরুত্ব 

আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পেশায় ক্যারিয়ার গঠন; সম্ভাবনা ও গুরুত্ব 

আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (Income Tax Practitioner) বা আয়কর উপদেষ্টা অথবা আয়কর আইনজীবি হলেন এমন একজন পেশাদার ব্যক্তি, যিনি করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স সংক্রান্ত সকল প্রক্রিয়া সহজ এবং যথাযথ আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন করতে সাহায্য করে থাকেন। আয়কর আইনজীবিরা আয়কর, সম্পদ, আমদানি শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি সংক্রান্ত মামলাসমূহ পরিচালনা  করেন এবং করদাতাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 

আইটিপি বা কর উপদেষ্টার গুরুত্ব

যেকোনো দেশের করব্যবস্থায় আইটিপি বা পেশাদার কর আইনজীবিদের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। করদাতাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা থেকে শুরু করে করসংক্রান্ত সামগ্রিক সমস্যা সমাধান করা পর্যন্ত সকল কাজের ক্ষেত্রেই একজন পেশাদার কর আইনজীবির গুরুত্ব রয়েছে। 

সরকারি রাজস্ব সংগ্রহ বৃদ্ধি: আইটিপি পেশাজীবীরা করদাতাদের করসংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ করে থাকেন এবং কর জমাদান প্রক্রিয়ায় সাহায্য করেন। যা সরকারের রাজস্ব বৃদ্ধির সাথে সাথে রাজস্ব সংগ্রহের জটিলতাকে সহজ করে তোলে। এর মাধ্যমে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থসংস্থান সরকারের জন্য সহজতর হয়।

কর সংক্রান্ত আইনি জটিলতা নিরসন: কর প্রদান প্রক্রিয়ায় করদাতাগণ অনেক সময় আইনগত জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। এ সকল আইনি জটিলতা নিরসন করার ক্ষেত্রে একজন কর আইনজীবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সমস্যা সমধানে করদাতাকে যথোপযুক্ত আইনি সহায়তা করে থাকেন। 

কর সচেতনতা বৃদ্ধি: আইটিপি বা কর উপদেষ্টাগণ করদাতাদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। একজন পেশাগত আইটিপি বা কর আইন এবং কর নিয়মাবলী সম্পর্কে করদাতাদের অবগত করেন এবং যথাযথ সময়ে সঠিক পরামর্শ প্রদান করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেন। যার ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায় এবং কর প্রদানের হার বৃদ্ধি পায়। 

ক্যারিয়ার সম্ভাবনা: কর উপদেষ্টা বা কর আইনজীবি একটি সম্মানজনক পেশা। এটা রাষ্ট্রের বিকাশে গুরুত্বপুর্ণ ভূমিকা পালনের পাশাপাশি ব্যক্তির পেশাগত বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর উপদেষ্টা বা আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা 

প্রত্যেক পরীক্ষার  মত আইটিপি বা কর উপদেষ্টা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যও নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয়। আইটিপি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবশ্যক যোগ্যতাগুলো নিম্নরূপ:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, বি.বি.এ. বা এম.বি.এ. ডিগ্রীধারী।

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ট্যাক্সেশন বা আইন বিষয়ে স্নাতক ডিগ্রীধারী।

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর অডিটিং বা ব্যাংকিং ডিগ্রীধারী।

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ট্যাক্সেশনে ডিপ্লোমা ডিগ্রীধারী।

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর অডিটিং ডিগ্রীধারী।


উল্লিখিত ডিগ্রীগুলোর মধ্যে কমপক্ষে একটি ডিগ্রী সম্পন্ন করেছেন এমন যেকোনো ব্যক্তিই কর আইনজীবি বা আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।  

একজন আইটিপি বা কর আইনজীবির কাজের ক্ষেত্র

পৃথিবীর যেকোনো দেশেই আইটিপি পেশাজীবী বা কর আইনজীবির কাজের ক্ষেত্র অনেক বেশি বিস্তৃত এবং সমৃদ্ধ। কর ব্যবস্থাপনা থেকে শুরু করে আইনি সহায়তা প্রদান, বিরোধ নিষ্পত্তি এবং কর সংক্রান্ত পরামর্শ প্রদানের ক্ষেত্রে একজন আইটিপি তার পেশাগত দক্ষতার প্রয়োগ করতে পারেন।

১। আয়কর রিটার্ন প্রস্তুত এবং দাখিল: ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের কাজ একজন আইটিপি বা কর আইনজীবির পেশাগত আওতার মধ্যে পড়ে। আয় পরিগণণা, রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত সুবিধাসমূহের সঠিক ব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের করের পরিমাণ হ্রাস এবং রাষ্ট্রের কর ফাঁকি প্রতিরোধ করা একজন আইটিপির পেশাগত দায়িত্ব। 

২। কর নির্ধারণ ও পরামর্শ: করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সঠিক কর হিসাব এবং যথাযথ প্রক্রিয়ায় কর প্রদানের জন্য আইনি পরামর্শ প্রদান করেন। এছাড়াও করদাতার বিনিয়োগ ও ব্যয় সংক্রান্ত বিষয়েও একজন কর আইনজীবি পরামর্শ প্রদান করে থাকেন। 

৩। আইনগত সহায়তা: ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়কর সংক্রান্ত মামলা পরিচালনায় আইনি সহায়তা প্রদান করা এবং প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে জটিল আইনি মামলার নিরসন করা একজন কর আইনজীবি বা কর উপদেষ্টার অন্যতম প্রধান কাজ।

৪। ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর ব্যবস্থাপনা: ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সঠিক কর পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা একজন কর উপদেষ্টা বা কর আইনজীবির অন্যতম প্রধান কাজ। এর মাধ্যমে কর কর্তৃপক্ষ প্রদত্ত বিশেষ সুবিধাসমূহ বিবেচনা করে করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের করের পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে একজন কর উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। 

৫। কর সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তি: আয়কর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে মধ্যস্থতা এবং সমাধান প্রদান করা একজন আইটিপির পেশাগত দায়িত্বের আওতাধীন। এক্ষেত্রে একজন আইটিপি মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। 

উল্লিখিত কাজের ক্ষেত্রগুলো একজন কর আইনজীবি বা আইটিপিকে তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করে।

কর আইনজীবি বা আইটিপি পরীক্ষার সিলেবাস 

এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড আইটিপি পরীক্ষার সিলেবাস এমনভাবে তৈরি করেছে যাতে একজন পরীক্ষার্থীর দক্ষতা এবং আইনগত জ্ঞান যাচাই করা সম্ভব হয়। নিম্নোক্ত বিষয়গুলো আইটিপি পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত;

১। আয়কর আইন ২০২৩। 

২। অর্থ আইন ২০২৪। 

৩। আয়কর অধ্যাদেশ ১৯৮৪।

৪। উৎসে কর বিধিমালা ২০২৪।

৫। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা ২০২৪।

৬। উপহার/দানকর আইন ১৯৯০।

৭। প্রায়োগিক দক্ষতা; কর আইনের বাস্তব প্রয়োগ।

৮। অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ।

৯। বাংলা ও ইংরেজির ভাষাগত দক্ষতা।

উল্লেখিত বিষয়গুলোর প্রতিটি ভালোভাবে পড়াশোনা এবং প্রস্তুতি নিয়ে  একজন আইটিপি পরীক্ষার্থী ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পরীক্ষায় অংশগ্রহণ করলে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে কর আইনজীবি হিসেবে পেশাগত জীবন শুরু করতে পারবেন। 

উপসংহার

আইটিপি বা কর আইনজীবি অথবা কর উপদেষ্টা পেশায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় কর্তব্য পালন করার সুযোগ রয়েছে। এ কারণেই পেশা হিসেবে এর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আইটিপি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যের জন্য বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। 

বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করুন।

Play Store App Store

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Visitor Counter
Today's Hits 1581
Yesterday's Hits 16930
Total Hits 895138