উৎসে করের রিটার্ন কিভাবে দাখিল করতে হয়?
উৎসে কর্তনকৃত বা সংগৃহীত কর সঠিক সময়ে সরকারী কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি, উৎসে করের রিটার্ন দাখিল করাও বাংলাদেশের করব্যবস্থায় একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত নিয়মাবলী অনুসারে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসে করের রিটার্ন দাখিল করতে হয়। এই ব্লগে আমরা উৎসে করের রিটার্ন দাখিলের পদ্ধতি, কারা দাখিল করবেন এবং এর সময়সীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
উৎসে করের রিটার্ন দাখিল
আয়কর আইন ২০২৩-এর ধারা ১৭৭ অনুযায়ী উৎসে করের রিটার্ন দাখিল করতে করতে হয়। নিম্নে ধারা ১৭৭ অনুযায়ী উৎসে করের রিটার্ন কারা দাখিল করবেন, কিভাবে দাখিল করবেন, এবং কখন দাখিল করতে হবে সে সম্পর্কে বর্ণণা করা হলো;
(১) নিম্নবর্ণিত ব্যক্তিগণ বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর আইনের অংশ ৭ এর বিধানাবলি অনুসারে কর্তিত বা সংগৃহীত করের রিটার্ন দাখিল করবেন;
(ক) স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারের কোনো কর্তৃপক্ষ, বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য কোম্পানি;
(খ) ফার্ম;
(গ) ব্যক্তিসংঘ;
(ঘ) বেসরকারি হাসপাতাল;
(ঙ) ক্লিনিক;
(চ) ডায়াগনস্টিক সেন্টার।
(২) উপ-ধারা (১) এর অধীন নিম্নবর্ণিতভাবে উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে;
(ক) করদাতা যে উপকর কমিশনারের অধিক্ষেত্রের আওতাধীন তার নিকট দাখিল করতে হবে;
(খ) নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট বিবরণ ও তথ্যাদি এবং তফসিল, বিবৃতি, হিসাব, পরিশিষ্ট বা দলিলাদিসহ দাখিল করতে হবে;
(গ) ধারা ১৬৯ এর উপ-ধারা (৫) এ বর্ণিত পদ্ধতিতে স্বাক্ষরিত ও প্রতিপাদন করতে হবে;
(৩) উপ-ধারা (১) এর অধীন পূর্ববর্তী ০৩ (তিন) মাসের জন্য প্রযোজ্য রিটার্ন নিম্নবর্ণিত সময়ে দাখিল করতে হবে;
অর্থবৎসরের তারিখ |
যে মাসের জন্য প্রযোজ্য |
(১) |
(২) |
২৫ অক্টোবর |
জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর |
২৫ জানুয়ারি |
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর |
২৫ এপ্রিল |
জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ |
২৫ জুলাই |
এপ্রিল, মে ও জুন |
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে উপর্যুক্ত সারণীতে উল্লিখিত তারিখ সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটির দিন সেক্ষেত্রে পরবর্তী কর্মদিবসে উক্ত রিটার্ন দাখিল করতে হবে।
উপসংহার
নির্ধারিত ফরমে, সঠিক তথ্য ও সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করা করদাতা ও প্রতিষ্ঠানের জন্য আইনি বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি জরিমানা এড়ানোর একটি সহজ উপায়। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা এবং আয়কর আইনের বিধান মেনে চলার মাধ্যমে সুষ্ঠুভাবে উৎসে করের রিটার্ন দাখিল করা সম্ভব। আয়কর এবং উৎসে কর সংক্রান্ত সকল তথ্য ও আপডেট সবার আগে জানতে বিডিট্যাক্সেশনের সাথে থাকুন। বিডিট্যাক্সেশন, ট্যাক্স এখন, যখন তখন সহজ!
Comments (0)