বাংলাদেশে কোন কোন খাতের দানসমূহ মোট আয় পরিগণনা হতে বাদ যাবে?

বাংলাদেশে কোন কোন খাতের দানসমূহ মোট আয় পরিগণনা হতে বাদ যাবে?

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিশেষ বিশেষ খাতে দানকে উৎসাহিত করার জন্য ঐসকল খাতের দানকে করদাতার মোট আয় পরিগণণা হতে বাদ দেওয়ার নির্দেশনা প্রদান করেছে। বিদ্যমান আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিলের অংশ ২ মোতাবেক এরূপ দানের ক্ষেত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে। করদাতার মোট আয় পরিগণণার সময় এসকল খাতে দানকৃত আয়কে বাদ দিতে হবে। 

কোন কোন খাতে দানকৃত আয় মোট আয় পরিগণনা হতে বাদ যাবে?

আয়কর আইন, ২০২৩ এর ষষ্ঠ তফসিলের অংশ ২ অনুযায়ী নিম্নোক্ত খাতে দানকৃত আয় মোট আয় পরিগণনা হতে বাদ দিতে হবে;

(১) কোনো আয়বর্ষে করদাতা যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিম্নোক্ত বিশেষ খাতসমূহে দান করেন-

(ক) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২ (২০১২ সনের ১৫ নং আইন) এর আওতাভূক্ত বা অধীনে প্রতিষ্ঠিত কোনো তহবিলে নিম্নবর্ণিত সর্বোচ্চ পরিমাণ সাপেক্ষে দানকৃত যেকোনো আয় মোট আয় পরিগণনা হইতে বাদ যাবে। 

    (অ) কোনো কোম্পানির মোট আয়ের ১০% বা ৮ কোটি টাকার মধ্যে যেটা কম;

    (আ) কোম্পানি ব্যতীত অন্য সকল করদাতার আয়ের ১০% বা ১ কোটি টাকার মধ্যে যেটা কম;

(খ) সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে দানকৃত আয়;

(গ) সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত কোনো কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দানকৃত আয়;

(ঘ) আস-সুন্নাহ ফাউন্ডেশনে দানকৃত আয়।

(২) কোনো আয়বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প উন্নয়নের জন্য গবেষণা ও উন্নয়নের সাথে সম্পৃক্ত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দানকৃত আয়।

উপসংহার

করদাতাদের আয় হতে বিশেষ বিশেষ খাতে দানকে উৎসাহিত করার জন্য এনবিআর আয়কর আইনে নির্ধারিত খাতসমূহের দানকে করদাতার মোট আয় পরিগণনার বাইরে রাখার প্রবিধান রেখেছে। এ সকল খাতে দান করদাতার করদায় হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আয়কর সংক্রান্ত সকল তথ্যের জন্য বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। 

 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Install App
Visitor Counter
Today's Hits 3400
Yesterday's Hits 6230
Total Hits 4295584