করদিবস পরবর্তী রিটার্ন জমাদানে জরিমানা নির্ধারণ

করদিবস পরবর্তী রিটার্ন জমাদানে জরিমানা নির্ধারণ

করদিবস হচ্ছে করদাতাদের জন্য কর কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়। অর্থাৎ কর কর্তৃপক্ষ করদাতাদেরকে কর প্রদানের জন্য যে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় তাই করদিবস। বাংলাদেশের যথাযথ কর কর্তৃপক্ষ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর করদবস নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত করদিবসের মধ্যে যদি কোনো করদাতা কর প্রদানে অসমর্থ হন সেক্ষেত্রে বাংলাদেশ আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৪ অনুসারে জরিমানার বিধান করা হয়েছে। 

করদিবস পরবর্তী রিটার্ন জমাদানে জরিমানা নির্ধারণের পদ্ধতি

বিদ্যমান আয়কর আইনের ধারা ১৭৪ অনুযায়ী বাংলাদেশে করদিবস পরবর্তী রিটার্ন দাখিলের জরিমানা নির্ধারিত হয়ে থাকে। ধারা ১৬৬ অনুযায়ী রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাসম্পন্ন কোনো করদাতা যদি করদিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে অসমর্থ হন, আয়কর আইন ২০২৩ এর অন্যান্য বিধানের অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ন রেখে নিম্নবর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারিত ও পরিশোধিত হবে; 

গ = ক × (১ + ০.০২ × খ), 

যেখানে,-

গ = মোট প্রদেয় করের পরিমাণ, যেক্ষেত্রে-

(অ) করদাতা করদিবস পরবর্তী কোনো দিনে রিটার্ন দাখিল করেন; বা

(আ) কর কর্তৃপক্ষ করদিবস পরবর্তী কোনো দিনে করদাতার কর নির্ধারণ করেন,

ক = করদাতা করদিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে মোট যে পরিমাণ কর পরিশোধ করতেন সেই অঙ্ক; তবে এক্ষেত্রে-

(অ) কর অব্যাহতি প্রাপ্ত আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং নিয়মিত হারে কর পরিগণনা করতে হবে; এবং

(আ) ন্যূনতম কর, সারচার্জ ও সরল সুদ ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত কোনো জরিমানা বা কর এটার অন্তর্ভুক্ত হবে না,

খ = নিম্নবর্ণিত শর্তানুসারে নির্ধারিত মাসের সংখ্যা, যথা:-

(অ) করদিবস অতিক্রান্ত হওয়ার পর মাসের সংখ্যা অনধিক ২৪ (চব্বিশ) হবে; এবং

(আ) কোনো মাসের ভগ্নাংশ ১ (এক) মাস হিসেবে পরিগণিত হবে।

জরিমানা এড়াতে প্রত্যেক করদাতার উচিত নির্দিষ্ট করদিবসের মধ্যে কর পরিশোধের পর যথাযথ কর্তৃপক্ষের নিকট রিটার্ন দাখিল করা। এর মাধ্যমে করদাতা অনাকাঙ্ক্ষিত জরিমানা এড়াতে পারেন এবং দেশের সার্বিক উন্নয়নে নিজের ভূমিকা নিশ্চিত করতে পারেন। 

উপসংহার

নির্দিষ্ট করদিবসের মধ্যে কর পরিশোধ করে রিটার্ন জমা দেওয়া দেশের নাগরিক হিসেবে প্রত্যেক করদাতার দায়িত্ব এবং কর্তব্য। এটা এমন একটি কর্তব্য, যার পালনে ব্যর্থ হলে করদাতাকে অবশ্যই জরিমানার সম্মুখীন হতে হবে। বাংলাদেশের করব্যবস্থার সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। 

 

Share this Post

Comments (2)

  • jhony

    good

    Dec 05, 2024 at 09:08 pm
  • test"><u>xss</u>{{7*7}}

    test"><u>xss</u>{{7*7}}

    Dec 05, 2024 at 09:09 pm

Leave a comment

BD Taxation
Visitor Counter
Today's Hits 1455
Yesterday's Hits 16930
Total Hits 895012