করদাতা কিভাবে নিবাসী নির্ধারিত হন? 

করদাতা কিভাবে নিবাসী নির্ধারিত হন? 

পৃথিবীর প্রায় সকল দেশের কর ব্যবস্থায় করদাতাদের নাগরিকত্ব এবং নির্দিষ্ট ভূখন্ডে অবস্থানের পরিপ্রেক্ষিতে নিবাসী এবং অ-নিবাসী এই দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বাংলাদেশে নিবাসী নির্ধারিত করার জন্য আয়কর আইন ২০২৩, এর মাধ্যমে কিছু নির্দিষ্ট শর্তারোপ করেছে। এসব শর্তের মাধ্যমেই নিবাসী বা অনিবাসী করদাতা নির্ধারিত হয়ে থাকেন। 

করদাতা নিবাসী নির্ধারিত হওয়ার শর্তাবলী

আয়কর আইন ২০২৩ এর ধারা ২ এর উপধারা ৪৫ অনুযায়ী বাংলাদেশে নিবাসী করদাতা নির্ধারিত হয়ে থাকেন। এই উপধারা অনুসারে নিম্নোক্ত শর্তসাপেক্ষে নিবাসী নির্ধারিত হয়ে থাকেন; 

নিবাসী” অর্থ কোনো আয়বর্ষে-

    (ক) যে ব্যক্তি যিনি নিম্নবর্ণিত সময়ব্যপী বাংলাদেশে অবস্থান করেছেন-

         (অ) চলতি করবর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট ৯০ দিন বা তার বেশি এবং অব্যবহিত পূর্ববতী ৪ বছরের মধ্যে ধারাবাহিকভাবে অথবা সমষ্টিগতভাবে মোট ৩৬৫ বা তার বেশিদিন অবস্থান করেছেন;

    (খ) কোনো হিন্দু অবিভক্ত পরিবার, ফার্ম বা ব্যক্তিসংঘ চলতি করবর্ষে যার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হয়েছে;

    (গ) কোনো বাংলাদেশি কোম্পানি বা অন্য কোনো কোম্পানি চলতি করবর্ষে যার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হয়েছে; এবং

    (ঘ) কোনো ট্রাস্ট, তহবিল, সত্ত্বা বা আইনের মাধ্যমে সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্ত্বা যাদের সৃষ্টি বাংলাদেশে বলবৎ কোনো আইনের অধীনে হয়েছে বা যার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পূর্ণভাবে চলতি করবর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হয়েছে;

উপরোক্ত শর্তাবলী পরিপালনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যমান আয়কর আইন অনুসারে নিবাসী নির্ধারিত হয়ে থাকেন।  

উপসংহার

বাংলাদেশে নিবাসী এবং অনিবাসী করদাতার করহার খাত বিশেষে ভিন্ন হয়ে থাকে। প্রত্যেক করদাতাকে অবশ্যই যথাসময়ে কর পরিশোধ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট রিটার্ন দাখিল করে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখা উচিত। নিবাসী ও অনিবাসী করহার সম্পর্কিত সকল আপডেট জানতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন।                                                                                                                                                                                                                                                      



Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Visitor Counter
Today's Hits 1502
Yesterday's Hits 16930
Total Hits 895059