উৎসে কর কর্তনের খাতসমূহ কী কী
উৎসে কর (Tax Deducted at Source বা TDS) হলো একটি কর ব্যবস্থা, যেখানে আয়ের উৎসেই নির্দিষ্ট পরিমাণ কর কর্তন করা হয়ে থাকে। এটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাজস্ব সংগ্রহের একটি কার্যকর পদ্ধতি। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আয়কর আইন ২০২৩ অনুযায়ী বাংলাদেশে উৎসে কর কর্তনের খাতসমূহ নির্ধারণ করে দিয়েছে।
আয়কর আইন অনুযায়ী উৎসে কর কর্তনের খাতসমূহ
২০২৩ সালের আয়কর আইনের অংশ-৭ এর তৃতীয় অধ্যায় অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নিম্নোক্ত খাতসমূহে উৎসে কর কর্তনের জন্য নির্দেশনা প্রদান করেছে;
১। ধারা ১২০ অনুযায়ী আমদানিকারকদের নিকট থেকে কর সংগ্রহ
২। ধারা ১২১ অনুযায়ী জনশক্তি রপ্তানি থেকে কর সংগ্রহ
৩। ধারা ১২২ অনুযায়ী ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট থেকে কর সংগ্রহ
৪। ধারা ১২৩ অনুযায়ী রপ্তানি আয় থেকে কর সংগ্রহ
৫। ধারা ১২৪ অনুযায়ী কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং, ইত্যাদি বাবদ বিদেশ হইতে প্রেরিত আয় থেকে কর সংগ্রহ
৬। ধারা ১২৫ অনুযায়ী জমির হস্তান্তর বাবদ থেকে কর সংগ্রহ
৭। ধারা ১২৬ অনুযায়ী আবাসিক উদ্দেশ্যে নির্মিত ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারী থেকে কর সংগ্রহ
৮। ধারা ১২৭ অনুযায়ী সরকারি স্ট্যাম্প, কোর্ট ফি, কার্টিজ পেপার বাবদ পরিশোধিত কমিশন থেকে কর সংগ্রহ
৯। ধারা ১২৮ অনুযায়ী সম্পত্তির ইজারা থেকে কর সংগ্রহ
১০। ধারা ১২৯ অনুযায়ী সিগারেট উৎপাদনকারী থেকে কর সংগ্রহ
১১। ধারা ১৩০ অনুযায়ী ইট প্রস্তুতকারক থেকে কর সংগ্রহ
১২। ধারা ১৩১ অনুযায়ী ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়ন থেকে কর সংগ্রহ
১৩। ধারা ১৩২ অনুযায়ী কোনো নিবাসীর জাহাজ ব্যবসা থেকে কর সংগ্রহ
১৪। ধারা ১৩৩ অনুযায়ী প্রকাশ্য নিলামে বিক্রি থেকে কর সংগ্রহ
১৫। ধারা ১৩৪ অনুযায়ী শেয়ার হস্তান্তর থেকে কর সংগ্রহ
১৬। ধারা ১৩৫ অনুযায়ী স্পন্সর, ডিরেক্টর ও প্লেসমেন্ট শেয়ার সিকিউরিটিজ হস্তান্তর থেকে কর সংগ্রহ
১৭। ধারা ১৩৬ অনুযায়ী স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তর থেকে কর সংগ্রহ
১৮। ধারা ১৩৭ অনুযায়ী স্টক এক্সচেঞ্জের সদস্য থেকে কর সংগ্রহ
১৯। ধারা ১৩৮ অনুযায়ী বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে কর সংগ্রহ
২০। ধারা ১৩৯ অনুযায়ী নৌযান পরিচালনা থেকে কর সংগ্রহ
উপরোক্ত খাতসমূহের ক্ষেত্রে কর কর্তনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ফর্ম ও সময়ের মধ্যে এই কর জমা দিয়ে থাকেন। তাই উৎসে কর্তিত কর করদাতার মোট করদায় থেকে বাদ দিতে হয়।
উপসংহার
আয়কর আইন ২০২৩ এবং এনবিআরের নির্দেশনা মোতাবেক উৎসে কর্তিত কর করদাতার আয়ের উৎস থেকে কেটে নেওয়া হয় এবং কর্তনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে থাকে। উৎসে কর্তিত করের সর্বশেষ আপডেট জানতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন।
Comments (0)