আয়করের কর্তৃপক্ষ কারা?
আয়কর কর্তৃপক্ষ বলতে এমন একটি সত্ত্বাকে বোঝানো হয়, যা রাষ্ট্রীয় আইন অনুযায়ী আয়কর ব্যবস্থার নিয়ন্ত্রণ, করারোপ এবং কর আদায় প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। যেকোনো দেশের কর ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করে আয়কর কর্তৃপক্ষের উপর। আয়কর কর্তৃপক্ষের অবশ্যই রাষ্ট্রীয় আইন অনুযায়ী বৈধ এবং আইনানুগ হতে হবে। বাংলাদেশের কর ব্যবস্থায় আয়কর কর্তৃপক্ষকে ২০২৩ সালের আয়কর আইনের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশের আয়কর কর্তৃপক্ষ কারা?
২০২৩ সালের আয়কর আইনের ধারা ৪ অনুযায়ী বাংলাদেশে আয়কর কর্তৃপক্ষ নির্ধারিত করা হয়েছে। উক্ত আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত আয়কর কর্তৃপক্ষ থাকার কথা উল্লেখ করা হয়েছে; যথা:-
(ক) জাতীয় রাজস্ব বোর্ড;
(খ) মুখ্য কর কমিশনার;
(গ) মহাপরিচালক (পরিদর্শন);
(ঘ) কর কমিশনার (আপিল);
(ঙ) কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট);
(চ) মহাপরিচালক (প্রশিক্ষণ);
(ছ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(জ) কর কমিশনার;
(ঝ) অতিরিক্ত কর কমিশনার যিনি অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা অতিরিক্ত মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) , অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ), অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার;
(ঞ) যুগ্মকর কমিশনার যিনি যুগ্মকর কমিশনার (আপিল), পরিচালক (প্রশিক্ষণ), পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) , পরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী যুগ্মকর কমিশনার;
(ট) উপকর কমিশনার ;
(ঠ) কর কমিশনার কর্তৃক তাহার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনারগণের মধ্য হইতে মনোনীত ট্যাক্স রিকোভারি অফিসার;
(ড) সহকারী কর কমিশনার ;
(ণ) কর পরিদর্শক।
উল্লেখিত সত্ত্বাগণ বাংলাদেশের আয়কর কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করবেন এবং দেশের সামগ্রিক কর ব্যবস্থায় কর আদায়, আরোপ এবং নিয়ন্ত্রণে আইন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
উপসংহার
আয়কর কর্তৃপক্ষ একটি দেশের আইন অনুযায়ী আয়কর সংক্রান্ত সকল বিষয়গুলোর রক্ষণাবেক্ষণ করে থাকে। সরকারের আর্থিক এবং প্রশাসনিক নীতির কারণে আয়কর কর্তৃপক্ষে বিভিন্ন রদবদল হয়ে থাকে। আয়কর কর্তৃপক্ষ সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন।
Comments (0)