লভ্যাংশ বলতে কি বুঝায়? 

লভ্যাংশ বলতে কি বুঝায়? 

সাধারণত, মূলধন বিনিয়োগের প্রধান উদ্দেশ্য হচ্ছে লভ্যাংশ বা মুনাফা অর্জন। ব্যক্তি বা কোম্পানির সকল ধরণের আয়ের একটি প্রধান উৎস হচ্ছে লভ্যাংশ। সামষ্টিক কর ব্যবস্থায় কর নির্ধারণ এবং আদায়ের স্বার্থে বাংলাদেশে বিদ্যমান আয়কর আইন ২০২৩ এ লভ্যাংশ কে সংজ্ঞায়িত করা হয়েছে। 

আয়কর আইন অনুযায়ী লভ্যাংশের সংজ্ঞা

আয়কর আইন ২০২৩ এর ধারা ২ এর উপধারা ৮১ তে লভ্যাংশকে সংজ্ঞায়িত করা হয়েছে। এ আইন অনুযায়ী লভ্যাংশ অর্থে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভূক্ত হবে; 

(ক) মূলধনায়িত হোক বা না হোক, কোম্পানির শেয়ারহোল্ডারগণের মধ্যে পুঞ্জিভূত মুনাফার কোনো বিতরণ, যার ফলে কোম্পানির পরিসম্পদ বা রিজার্ভ পূর্ণ বা আংশিকভাবে হ্রাস পায়;

(খ) মূলধনায়িত হোক বা না হোক, যেকোনো প্রকারের ডিবেঞ্চার, ডিবেঞ্চার স্টক বা ডিপোজিট সার্টিফিকেটের মাধ্যমে কোম্পানির শেয়ারহোল্ডারগণের মধ্যে পুঞ্জিভূত মুনাফার কোনো বিতরণ;

(গ) মূলধনায়িত হোক বা না হোক, কোনো কোম্পানির অবসায়নকালে উক্ত অবসায়নের অব্যবহিত পূর্বে কোম্পানির পুঞ্জিভূত মুনাফা আকারে সংরক্ষিত অর্থ শেয়ার হোল্ডারগণের মধ্যে বিতরণ;

(ঘ) মূলধনায়িত হোক বা না হোক, মূলধন হ্রাসকরণের জন্য কোম্পানি কর্তৃক তার মালিকানাধীন পুঞ্জিভূত মুনাফা কোম্পানির শেয়ারহোল্ডারগণের মধ্যে বিতরণ;

(ঙ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিগমিত নয় এমন কোনো কোম্পানি কর্তৃক বাংলাদেশের বাইরে প্রেরিত কোনো মুনাফা;

(চ) কোনো মিউচুয়াল ফান্ড, রিয়াল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, একচেঞ্জ ট্রেডেড ফান্ড বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এর মুনাফা বিতরণ;

(ছ) কোনো প্রাইভেট কোম্পানি তার মালিকানাধীন পুঞ্জিভূত মুনাফা থেকে কোনো শেয়ারহোল্ডারকে অগ্রিম বা ঋণ হিসাবে পরিশোধিত যেকোনো পরিমাণ অর্থ, তা কোম্পানির পরিসম্পদের অংশ হোক বা না হোক, অথবা এমন কোনো শেয়ারহোল্ডারের পক্ষে বা ব্যক্তিগত সুবিধার জন্য কোম্পানি কর্তৃক পরিশোধিত যেকোনো পরিমাণ অর্থ,

তবে নিম্নবর্ণিত বিষয়সমূহ এর অন্তর্ভুক্ত হবে না, যথা:- 

(অ) যেক্ষেত্রে কোম্পানির অবসায়নকালে কোনো শেয়ারহোল্ডার বা ডিবেঞ্চারহোল্ডার কোম্পানির উদ্বৃত্ত পরিসম্পদে অংশীদারিত্বের অধিকারী নন, সেক্ষেত্রে উপ-দফা (গ) বা (ঘ) অনুসারে অগ্রাধিকার শেয়ারসহ যেকোনো শেয়ারের ক্ষেত্রে সম্পূর্ণ নগদ অর্থ আকারে বিতরণ, অথবা ডিবেঞ্চার বা ডিবেঞ্চার-স্টকের দায়মোচন;

(আ) যেক্ষেত্রে ঋণ প্রদান করাই কোনো কোম্পানির মূল ব্যবসা সেক্ষেত্রে ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের আওতায় কোনো শেয়ারহোল্ডারকে প্রদত্ত অগ্রিম বা ঋণ;

(ই) কোম্পানি কর্তৃক পরিশোধকৃত কোনো লভ্যাংশ যা ইতঃপূর্বে পরিশোধিত সম্পূর্ণ বা আংশিক কোনো অর্থের বিপরীতে কোম্পানি কর্তৃক সমন্বয় করা হয়েছে এবং উপ-দফা (ঙ) এর অর্থে লভ্যাংশ হিসাবে বিবেচিত, যার ক্ষেত্রে উক্তরূপে সমন্বয় করা হয়েছে ততটুকু;

(ঈ) কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বোনাস শেয়ার;

ব্যাখ্যা।-“পুঞ্জিভূত মুনাফা” অর্থে অন্তর্ভুক্ত হবে,-

(ক) এই দফায়, এই আইনের অধীন অনুমোদনযোগ্য কোনো ভাতা, কর্তন বা অব্যাহতির মাধ্যমে সৃষ্ট আংশিক বা সম্পূর্ণ রিজার্ভ;

(খ) উপ-দফা (ক), (খ) ও (ঘ) এর ক্ষেত্রে, এইরূপ বণ্টনের তারিখ পর্যন্ত কোম্পানির সকল মুনাফা; এবং

(গ) উপ-দফা (গ) এর ক্ষেত্রে, কোম্পানিটি অবসায়নের তারিখ পর্যন্ত কোম্পানির সকল মুনাফা;

উপসংহার

কর অভিধানে লভ্যাংশ একটি বিশেষায়িত অর্থে ব্যবহৃত হয়ে থাকে এ জন্য আয়কর আইনে এর সাথে সম্পর্কযুক্ত শর্তসমূহ আলাদাভাবে ব্যাখা করা হয়েছে। লভ্যাংশ এবং আয়কর সম্পর্কিত সকল তথ্য সবার আগে জানতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Visitor Counter
Today's Hits 3943
Yesterday's Hits 8339
Total Hits 1467542