কোম্পানি বলতে কি বোঝায়? 

কোম্পানি বলতে কি বোঝায়? 

একটি দেশের কর ব্যবস্থায় কোম্পানি একটি গুরুত্বপূর্ণ সত্ত্বা। পৃথিবীর বিভিন্ন দেশের কর নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্নভাবে কোম্পানিকে সংজ্ঞায়িত করেছে। বাংলাদেশের কর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী ২০২৩ সালের আয়কর আইনে কোম্পানিকে সংজ্ঞায়িত করেছে। এর মাধ্যমে কোন কোন প্রতিষ্ঠান কোম্পানি হিসেবে স্বীকৃত হবে তা নির্ধারণ করা হয়েছে। 

আয়কর আইন ২০২৩ অনুযায়ী কোম্পানি বলতে কি বোঝায়? 

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর কর্তৃপক্ষ হিসেবে করারোপ এবং আদায়কে সহজ করার জন্য কোম্পানিকে সংজ্ঞায়িত করার জন্য ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্তারোপ করেছে। আয়কর আইন ২০২৩ এর ধারা ২ এর উপধারা ৩১ অনুযায়ী কোম্পানিকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা হয়েছে;

'কোম্পানি' অর্থ কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি, এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এর অন্তর্ভূক্ত হইবে-

(ক) বিদেশি কোনো প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস;

(খ) যেকোনো বিদেশি সত্তা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান;

(গ) বাংলাদেশের বাইরের কোনো দেশের আইনের মাধ্যমে বা আইনের অধীন নিবন্ধিত কোনো সংঘ বা সংস্থা;

(ঘ) যেকোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান;

(ঙ) যেকোনো শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি এবং যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান;

(চ) এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সাথে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান;

(ছ) কোনো ফার্ম, ব্যক্তিসংঘ, জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিবর্গের সংগঠন, তা যে নামেই অভিহিত হোক না কেন, যদি উক্ত ব্যক্তিবর্গের কেউ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের  ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বা বিদেশি সত্ত্বা হয়;

(জ) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্বশাসিত সংস্থা;

(ঝ) আপাতত বলবৎ কোনো আইনের মাধ্যমে বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্ত্বা;

(ঞ) স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল সত্ত্বা;

(ট) কোনো আইনের মাধ্যমে বা আইনের অধীনে নিগমিত নয়, এমন কোনো বিদেশি সংঘ বা সংস্থা যা, বোর্ড কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোম্পানি হিসাবে ঘোষিত হতে পারে;

উপসংহার

যেকোনো দেশের কর ব্যবস্থায় কোম্পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোম্পানিকে সংজ্ঞায়িত করার মাধ্যমে এনবিআর সামগ্রিক কর ব্যবস্থায় করারোপ, আদায় এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজ করেছে। কোম্পানি করহার এবং এ সম্পর্কিত অন্যান্য তথ্য সহজে সবার আগে জানার জন্য বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন। 

 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Install App
Visitor Counter
Today's Hits 1496
Yesterday's Hits 10377
Total Hits 3350125