মূলধনী পরিসম্পদ বলতে কি বোঝায়?
মূলধনী পরিসম্পদ বলতে এমন সম্পদকে বোঝানো হয় যা দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয় এবং যা থেকে ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। আয়কর ব্যবস্থায় কর নির্ধারণের অন্যতম উপাদান হচ্ছে মূলধনি পরিসম্পদ। কর আইনে মূলধনি পরিসম্পদকে বিশেষভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
আয়কর ব্যবস্থায় মূলধনী পরিসম্পদ কি?
বাংলাদেশে বিদ্যমান আয়কর আইন ২০২৩ এর ধারা ২ এর উপধারা ৭৭ এ মূলধনি পরিসম্পদের অর্থ ব্যাখা করা হয়েছে। এ আইন অনুযায়ী “মূলধনি পরিসম্পদ” অর্থ-
(ক) কোনো করদাতা কর্তৃক ধারণকৃত যেকোনো প্রকৃতির বা ধরনের সম্পত্তি;
(খ) কোনো ব্যবসা বা উদ্যোগ (undertaking) সামগ্রিকভাবে বা ইউনিট হিসাবে;
(গ) কোনো শেয়ার বা স্টক,
তবে নিম্নবর্ণিত বিষয়সমূহ এর অন্তর্ভুক্ত হবে না, যথা:-
(অ) করদাতার ব্যবসার উদ্দেশ্যে ধারণকৃত কোনো মজুদ, ভোগ্য পণ্য বা কাঁচামাল;
(আ) ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, যেমন- অস্থাবর সম্পত্তি অর্থে অন্তর্ভুক্ত পরিধেয় পোশাক, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ফিক্সার বা কারুপণ্য, যন্ত্রপাতি ও যানবাহন যা করদাতা কর্তৃক অথবা তাহার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক কেবল ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয় এবং ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই।
আয়কর ব্যবস্থায় মূলধনী পরিসম্পদ বলতে উপরোক্ত বিষয়গুলো অন্তর্ভূক্ত হবে।
উপসংহার
আয়কর রিটার্ন তৈরির সময় মূলধনী পরিসম্পদের হিসাব গুরুত্বপূর্ণ। এজন্য আয়কর আইনে এর অর্থ আলাদাভাবে ব্যাখায়িত করা হয়েছে। মূলধনী পরিসম্পদ এবং আয়কর সম্পর্কিত সকল তথ্য সবার আগে জানতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন।
Comments (0)