আয়কর রিটার্নে কিভাবে স্বামী-স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয় প্রদর্শন করা হয়?

আয়কর রিটার্নে কিভাবে স্বামী-স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয় প্রদর্শন করা হয়?

বাংলাদেশে বিদ্যমান ২০২৩ সালের আয়কর আইন অনুযায়ী কোনো করদাতার স্বামী-স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয়কে কিছু শর্তসাপেক্ষে করদাতা নিজের কর হিসাবে অন্তর্ভুক্ত করে প্রদর্শন করতে পারবেন। এছাড়াও ২০২৪-২৫ সালের আয়কর নির্দেশিকাতেও এনবিআর এ আয় প্রদর্শন সম্পর্কিত নির্দেশনা প্রদান করেছে। 

স্বামী-স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয় প্রদর্শন 

এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে করদাতার স্বামী/স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের নামে যদি পৃথকভাবে আয়কর নথি না থাকে তাহলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১(১) অনুযায়ী উক্ত করদাতার স্বামী-স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয় করদাতার আয়ের সাথে একত্রে প্রদর্শন করতে হবে। কোনো করদাতার স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় উক্ত করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে, যখন;

(অ) উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান করদাতার উপর নির্ভরশীল হন;

(আ) স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয়ের উপর উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে; বা

(ই) করদাতা এরকম আয় একীভূতকরণের ইচ্ছা পোষণ করেন। 

তবে, উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পৃথক কর নির্ধারণ করা হয়ে থাকলে উপরোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে না। 

উপসংহার 

কোনো করদাতার স্বামী-স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয় করারোপযোগ্য হলে সেই আয়কে করদাতা নিজের কর হিসাবে অন্তর্ভুক্ত করতে পারেন।  তবে এক্ষেত্রে ইতিপূর্বে যদি আলাদাভাবে তাদের কর হিসাব করা হয়ে থাকে তাহলে এরকম অন্তর্ভুক্তিকরণ প্রযোজ্য হবে না। আয়কর সম্পর্কিত সকল তথ্য পেতে বিডিট্যাক্সেশনের সাথেই থাকুন।

 

Share this Post

Comments (0)

Leave a comment

BD Taxation
Install App
Visitor Counter
Today's Hits 2903
Yesterday's Hits 6230
Total Hits 4295087