আমাদের নিবন্ধিত ব্যবহারকারী : 2915
জনপ্রিয় ফিচারসমূহ
আয়কর আইনে আপিল ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনাল কি?
ট্রাইব্যুনাল হলো এমন একটি আইনি একটি প্রক্রিয়া যেখানে আপিল আয়কর কর্তৃপক্ষ দ্বারা সম্পাদিত কোনো আদেশ পর্যালোচনা করা হয়। আর এই পর্যালোচনাগুলো উভয় পক্ষের দায়ের করা কাগজপত্রগুলো যথাযথ আইন ও প্রক্রিয়ায় সম্পাদিত হয়েছে কিনা তা দেখা হয়।
আপিল ট্রাইব্যুনাল কি?
আপিল সাধারণতঃ দুই ধাপে করতে হয়।
যখন একজন করদাতা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস-এর কর নির্ধারনী আদেশে অসন্তুষ্ট হন, তখন তিনি আপিল আয়কর কর্তৃপক্ষ এর নিকট আপিল করতে পারেন, এটাকে ১ম আপিল বলে।
যখন উপরোক্ত করদাতা অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা, ক্ষেত্রমত, কমিশনার (আপিল) কর্তৃক কর নির্ধারণী আদেশেও অসন্তুষ্ট হন, তখন তিনি তার ন্যায় বিচার পাওয়ার জন্য আরো উচ্চ আয়কর কর্তৃপক্ষ আপিল ট্রাইব্যুনালের নিকট আপিল করতে পারেন, এটাকে ২য় আপিল বলে।
অর্থাৎ যদি কোনো করদাতা ধারা ২৭২ অথবা ২৮৯ এর অধীন, অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা, ক্ষেত্রমত, কমিশনার (আপিল) কর্তৃক জারীকৃত আদেশে সংক্ষুদ্ধ হন, তাহা হইলে তিনি আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।
আয়কর আইনে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের এর আইনগত ভিত্তিঃ
আয়কর আইন ২০২৩ এর ২৯১ ধারা অনুসারে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যায়।
আয়কর আইনে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের এর ফি কত?
আয়কর আইন ২০২৩ এর ২৯১ ধারা অনুসারে নির্ধারিত ফরমে এবং পদ্ধতিতে প্রতিপাদনপূর্বক আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হবে এবং আপিল আবেদনের সাথে ১ (এক) হাজার টাকা ফি প্রদান করতে হবে।
আয়কর আইনে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের এর সময়সীমা কত?
যে আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে সে আদেশ সম্পর্কে করদাতা অথবা, ক্ষেত্রমত, কমিশনারকে অবহিত করবার পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে আপিল দাখিল করতে হবে:
তবে শর্ত থাকে যে, নির্ধারিত ৬০ (ষাট) দিনের মধ্যে আপিল দায়ের করতে ব্যর্থ হলে, যদি আপিল ট্রাইব্যুনাল এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্ত ব্যর্থতার জন্য পর্যাপ্ত কারণ বিদ্যমান ছিল, তাহলে উক্ত মেয়াদপূর্তির পরও উক্ত আপিল গৃহীত হবে।
কখন আয়কর আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যাবে নাঃ
করদাতা, অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা, ক্ষেত্রমত, কমিশনার (আপিল) এর আদেশের ভিত্তিতে ধার্যকৃত কর, এবং ধারা ১৭৩ অনুসারে পরিশোধযোগ্য করের মধ্যকার যে পার্থক্য হবে, তার ১০% (দশ শতাংশ), কর পরিশোধ না করে থাকলে, অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা, ক্ষেত্রমত, কমিশনার (আপিল) কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন কোনো আপিল দায়ের করতে পারবেন না।
এ সম্পর্কিত বিস্তারিত দেখার জন্য আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৮৯ , ২৯১ ও ২৯২ দেখুন।