Our Registered User : 25728
Most Demanded Items
কর রেয়াত পরিগণনা
একজন ব্যক্তি করদাতা নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ করে থাকলে তার প্রদেয় করের উপর কিছু করছাড় পেয়ে থাকেন। এটিকে বিনিয়োগের বিপরীতে কর রেয়াত বলা হয়। কর রেয়াত নিম্নরূপে পরিগণনা করা হয়ঃ
ক) করদাতার আয়কর রিটার্নে প্রদর্শিত মোট আয়ের উপর ৩% হারে করের পরিমাণ রেয়াতযোগ্য। তবে এক্ষেত্রে কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর প্রযোজ্য এমন আয়, অংশীদারী ফার্ম বা ব্যক্তিসংঘ হতে প্রাপ্ত শেয়ার থেকে আয় এবং চূড়ান্ত করদায় প্রযোজ্য এমন আয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থের উপর ৩%;
খ) ষষ্ঠ তফসীলের অংশ ৩ অনুসারে যদি করদাতা অনুমোদিত খাতে কোন বিনিয়োগ করে থাকেন তাহলে উক্ত মোট বিনিয়োগের ১৫%; অথবা
গ) ১০ লক্ষ টাকা।
এই তিনটির মধ্যে যেটি কম।
অর্থাৎ ক, খ ও গ এই তিনটির বিপরীতে যে অর্থটি আসবে এবং এদের মধ্যে যে অর্থটি কম হবে উক্ত টাকা করদাতা রেয়াত হিসেবে পাবেন।
রেয়াতযোগ্য বিনিয়োগের খাতসমূহ
আয়কর আইন, ২০২৩ এর ষষ্ঠ তফসীলের অংশ-৩ এর অনুচ্ছেদ-২ অনুযায়ী বিভিন্ন খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। খাতসমূহ বিস্তারিত আলোচনা করা হল এবং এগুলোর উপর কিভাবে কর রেয়াত প্রাপ্য হবেন তা বর্ণনা করা হলঃ
১। করদাতার অথবা তার স্বামী/স্ত্রী/অপ্রাপ্ত বয়স্ক সন্তানের নামে করা ইন্সুরেন্স বা বীমার প্রকৃত অর্থের ১০% মূল্যের উপর কর রেয়াত প্রাপ্ত হবেন।
অর্থাৎ, কোনো করদাতা যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম করে থাকেন, তাহলে উক্ত ইন্স্যুরেন্স প্রিমিয়াম এর উপর কর রেয়াত পাবেন। তবে এক্ষেত্রে করদাতার মোট বীমা মূল্য দেখতে হবে। অর্থাৎ করদাতা মোট বীমা মূল্যের ১০% অথবা করদাতা করবর্ষে যেই পরিমাণ প্রিমিয়াম প্রদান করেছেন এই দুটির মধ্যে যেটি কম সেটির উপর রেয়াত বিবেচিত হবে।
২। হিন্দু অবিভক্ত পরিবারের সদস্যের জীবন বিমার পরিশোধকৃত অর্থ
কোন করদাতা যদি হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হন তাহলে তার অথবা তার স্ত্রীর নামে জীবন বীমার উদ্দেশ্যে পরিশোধকৃত অর্থের বিপরীতে রেয়াত বিবেচিত হবে।
৩। কোনো ব্যক্তিবিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যেকোনো পরিমাণ অর্থ হতে চাকরির শর্তাবলি অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ অথবা উক্ত ব্যক্তির স্ত্রী বা সন্তানদের নিরাপত্তা বিধানের জন্য কর্তনকৃত অর্থ রেয়াতযোগ্য হিসেবে বিবেচিত হবে।
তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, উক্তরূপ অর্থ প্রাপ্য বেতনের এক-পঞ্চমাংশের অধিক হবে না।
৪। প্রভিডেন্ড ফান্ডে চাঁদা বাবদ করদাতা প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ।
৫। করদাতা যদি কোনো ভবিষ্যৎ তহবিলে অংশগ্রহণ করেন তবে তিনি ও তাঁর নিয়োগকর্তার দেওয়া চাঁদার উপর কর রেয়াত পাওয়া যাবে।
৬। অনুমোদিত বার্ধক্য তহবিলে করদাতার দেওয়া বার্ষিক সাধারণ চাঁদার উপর কর রেয়াত প্রাপ্ত হবেন।
৭। করদাতা যদি কোনো সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে থাকেন তাহলে উক্ত বিনিয়োগের বিপরীতে করদাতা রেয়াত প্রাপ্ত হবেন। তবে করদাতা যদি ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র ৫ লক্ষ টাকার বিপরীতে যে অর্থ আসে উক্ত অর্থ রেয়াত হিসেবে বিবেচিত হবে।
৮। করদাতা যদি কোন আর্থিক প্রতিষ্ঠানে ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকে তাহলে উক্ত বিনিয়োগের বিপরীতে করদাতা রেয়াত প্রাপ্ত হবেন। তবে করদাতা যদি ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিপরীতে যে অর্থ আসে উক্ত অর্থ রেয়াত হিসেবে বিবেচিত হবে।
৯। করদাতা যদি কোন তফসীলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস করে থাকেন। তাহলে উক্ত বিনিয়োগের বিপরীতে করদাতা রেয়াত প্রাপ্ত হবেন। তবে করদাতা যদি ১,২০,০০০/- টাকার অধিক বিনিয়োগ করে থাকেন এক্ষেত্রে ১,২০,০০০/- টাকার বিপরীতে যে অর্থ আসে উক্ত অর্থ রেয়াত হিসেবে বিবেচিত হবে।
১০। সার্বজনীন পেনশন স্কিমে প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থের বিপরীতে করদাতা রেয়াত প্রাপ্ত হবেন।
১১। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে নতুন বিনিয়োগঃ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অধীনে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে যেকোনো করবর্ষে করদাতা নতুন বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্ত হবেন।
১২। সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় কমপক্ষে ১ বছর পূর্বে স্থাপিত এবং বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে করদাতা কোনো দান করে থাকলে উক্ত দানের বিপরীতে বিনিয়োগ রেয়াত প্রাপ্য হবেন।
১৩। সমাজকল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত সংগঠনে দেওয়া দানের উপর কর রেয়াত পাওয়া যাবে। তবে এক্ষেত্রে দান করার কমপক্ষে এক বছর আগে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার শর্ত প্রযোজ্য।
১৪। যাকাত তহবিলে প্রদত্ত যেকোন পরিমাণ অর্থ রেয়াতযোগ্য।
১৫। কল্যাণ তহবিল বা যৌথ বিমা স্কিমে অর্থ স্ত্রী সন্তান বা নির্ভরশীল ব্যক্তিদের সুবিধার জন্য বোর্ড অনুমোদিত কল্যাণ তহবিল বা যৌথ বিমা স্কিমে দেওয়া অর্থ বা প্রিমিয়ামের উপর করদাতা কর রেয়াত প্রাপ্য হবেন।
১৬। বোর্ড কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে দেওয়া অনুদানের উপর করদাতা কর রেয়াত প্রাপ্য হবেন।
১৭। জাতীয় পর্যায়ের স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দেওয়া যেকোনো পরিমাণ অনুদানের উপর করদাতা কর রেয়াত প্রাপ্য হবেন।