বিডিট্যাক্সেশনের রিফান্ড নীতিমালা
সর্বশেষ হালনাগাদঃ ২৮ জুলাই, ২০২৫
বিডিট্যাক্সেশন ব্যবহার করার জন্য ধন্যবাদ!
বিডিট্যাক্সেশন একটি সাবস্ক্রিপশন ও ডিজিটাল আয়কর সেবা ভিত্তিক প্ল্যাটফর্ম। আমাদের সমস্ত পরিষেবা অগ্রিম মূল্য পরিশোধের ভিত্তিতে প্রদান করা হয় এবং একবার ক্রয়কৃত বা সাবস্ক্রিপশন নেওয়া সেবার জন্য কোনো রিফান্ড দেওয়া হয় না।
রিফান্ড প্রযোজ্য নয় যখন;
-
ব্যবহারকারী বিডিট্যাক্সেশনের কোনো সেবা (পরিষেবা/সাবস্ক্রিপশন/প্যাকেজ/কোর্স) একবার সক্রিয় করলে
-
ভুল প্যাকেজ বা সাবস্ক্রিপশন বাছাই করলে
-
কোনো পরিষেবা আংশিক বা সম্পূর্ণ ব্যবহারের পর
-
ডিসকাউন্ট/অফার/প্রমোশনাল মূল্যে ক্রয়কৃত পরিষেবার ক্ষেত্রে
ব্যবহারকারীর দায়িত্ব
-
ক্রয় করার আগে পরিষেবা/সাবস্ক্রিপশন/প্যাকেজ/কোর্স সম্পর্কিত সকল তথ্য যাচাই করা।
-
পেমেন্ট করার পূর্বে পণ্য বা সেবার তথ্য যাচাই করা।
প্রযুক্তিগত ত্রুটি
প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা বিঘ্নিত হলে আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি যাচাই করে যথাযথ সমাধান প্রদান করবে। তবে এ ক্ষেত্রেও কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।
রিফান্ড নীতিমালা সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসার জন্য মেইল করুন support@bdtaxation.com, অথবা কল করুনঃ +৮৮০১৩৩২৮০৪২৮০
বি.দ্রঃ বিডিট্যাক্সেশন কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী রিফান্ড নীতিমালায় পরিবর্তন পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। উক্ত রিফান্ড নীতিমালা, বিডিট্যাক্সেশনের সকল ভার্সনের (অ্যাপ ও ওয়েব) ক্ষেত্রে প্রযোজ্য।